ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলার ১৪ বছর পর ঠিক একই দিনে শতাধিক মানুষের মৃত্যুর সঙ্গে নাম উঠে এসেছে ওসামা বিন লাদেনের পরিবারের।
আমেরিকায় ওই হামলায় নিহত হয়েছিলো তিন হাজারেরও বেশি মানুষ। ওসামা বিন লাদেন এই হামলার পেছনে ছিলো বলে অভিযোগ করে আসছে আমেরিকা।
সৌদি আরবে মসজিদ-উল-হারামে গত শুক্রবার প্রবল ঝড়ের সময় বজ্রপাতে একটি ক্রেনের অংশ ভেঙ্গে পড়ে ১০৭ হাজি নিহত হন। আহত হয়েছেন আরো দুই শতাধিক ব্যক্তি।
যে ক্রেনটিকে ব্যাপক এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে, তার মালিক ওসামা বিন লাদেনের পরিবার। দেশটির বড় বড় স্থাপত্য নির্মাণের দায়িত্বে রয়েছে বিন লাদেন পরিবার পরিচালিত একটি কনস্ট্রাকশন ফার্ম।
ফার্মটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের কোটিপতি বাবা মোহাম্মদ লাদেন। মসজিদ-উল-হারামের ১৪ বিলিয়ন পাউন্ডের সম্প্রসারণের প্রকল্পও ওই প্রতিষ্ঠানের হাতেই। তার অংশ হিসেবেই একটি জার্মান ক্রেন কোম্পানির তৈরি বিন লাদেন ফার্মের ক্রেনটি মসজিদের ভেতর ছিলো।
এ সময় ওই ফার্মের মালিকানাধীন আরো অনেকগুলো ক্রেন ঘটনাস্থলের আশেপাশে দাঁড়ানো ছিলো।
গত কয়েকদিন ধরে চলা বালুঝড় এবং ঘটনার দিন তীব্র ঝড়-বৃষ্টি হওয়ার পরও বিপজ্জনক অবস্থায় থাকা ক্রেনগুলো সরানো হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান