কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাদের জাসদে অনুপ্রবেশকারী হিসেবে দেখছেন স্থানীয় আওয়ামী নেতারা। কুষ্টিয়ার ভেড়ারামারায় যুবলীগ কার্যালয় ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ তুলেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। আজ শনিবার কুষ্টিয়া শহরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন ভেড়ারামারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক পৌর মেয়র সামিমূল ইসলাম ছানা। এছাড়া এতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিমসহ ভেড়ামারা আওয়ামীলীগের নেতাকর্মীরা ।
ভেড়ারামারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিঠু বলেন, গত ৭ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ কার্যালয় ভাংচুর করেছে জাসদে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। আমাদের দাবী প্রশাসন সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুক।
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সামিমূল ইসলাম ছানা বলেন, আমাদের সাথে জাসদের কোন সংর্ঘষ নেই। আমরা হাসানুল হক ইনুকে অবাঞ্চিত করার কথা বলিনি। আমরা সুষ্ঠ বিচারের জন্য আল্টিমেটাম দিয়েছিলাম মাত্র।
এদিকে পুলিশের পক্ষ থেকেও বঙ্গবন্ধু কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের বিষয়টি অস্বীকার করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে আওয়ামীলীগ নেতারা বলেন, ঘটনার পর পরই পুলিশ ভাংচুর হওয়া ছবি সরিয়ে দেয়। আওয়ামীলীগের নেতাকর্মীরা ভাংচুর হওয়া ওই ঘরকে যুবলীগ দলীয় কার্যালয় দাবী করলেও সেখানে কোন সাইনবোর্ড ছিল না বলে স্বীকার করেছেন তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান