ঢাকা : শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, আমি আগেই বলেছি, শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ ঠিক নয়। গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়। এসময় তিনি সরকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন।
আজ শুক্রবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, তারা সিনেট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারা সম্মানীয়। শুধু সম্মান করলে হবে না, তাদের পেটের ক্ষুধাও মেটাতে হবে। তারাও স্বতন্ত্র পে-স্কেল দাবি করেছে। বিষয়টি সরকারকে আরেকটু উদার হয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছতে হবে। তেলের দাম বৃদ্ধি, বাস ভাড়া, টাক্সি ভাড়া, বাড়ি ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তিনি বলেন, সরকারকে শুধু উন্নয়ন করলে হবে না। এসব জটিল সমস্যার সমাধানও করতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান