, মাগুরা : মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেয়া হয়েছে।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মোজাফফর হোসেন টুকুর বিরুদ্ধে মাগুরা আদালতে এস.টি.সি ৪৪/১৫ ও শালিখা থানার জিআর মামলা নং ০৮/২০১৫ এর অভিযোগ পত্র গত ১৭ আগস্ট বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ব্রিজের ওপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওই ঘটনায় শালিখা থানা পুলিশ পরদিন উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ ৩০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
গত ১১ আগস্ট দুপুরে মোজাফ্ফর হোসেন টুকু জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান