ডেস্ক: ভারতের বিজেপিশাসিত রাজস্থানে ঈদুল আযহার ছুটি বাতিল হওয়ায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ২৫ সেপ্টেম্বর দেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। ওই দিন সরকারি ছুটি হলেও রাজস্থান সরকারের উচ্চশিক্ষা দফতরের এক আদেশে সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজে রক্তদান শিবিরের আয়োজন করতে ফরমান জারি করা হয়েছে।
সরকারি আদেশে বলা হয়েছে, কোনো কলেজের প্রিন্সিপ্যাল রক্তদান শিবিরের দিন কোনো কর্মীর ছুটি মঞ্জুর করতে পারবেন না এবং কাউকে অফিস ত্যাগ করতে অনুমতি দেবেন না।
রাজস্থান সরকার ২৫ সেপ্টেম্বর জনসঙ্ঘের চিন্তাবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে রাজ্যের সমস্ত কলেজে রক্তদান শিবিরের আয়োজন করার আদেশ দিয়েছে। একই দিনে ঈদুল আযহা পড়ায় অসংখ্য মুসলিম কর্মচারীর ছুটি বাতিল হয়ে যাবে।
কংগ্রেসের পক্ষ থেকে এ ধরণের আদেশ জারির তীব্র নিন্দা করা হয়েছে। সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যের ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে তারা মন্তব্য করেছে। কংগ্রেস রাজস্থানে ঈদুল আযহা উপলক্ষে কলেজে ছুটি না দেয়ার বিরোধিতা করে বলেছে, নিজেদের ব্যর্থতা থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। কংগ্রেস বলছে, এ ধরণের তুঘলকি ফরমান মানুষের উপরে চাপিয়ে দেয়া সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী।
অন্যদিকে, 'জামায়াতে ইসলামী হিন্দ'-এর জাতীয় সচিব মুহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার বলেছেন, 'এটা মুসলিম কর্মীদের বিরুদ্ধে সরাসরি মানবাধিকার লঙ্ঘন। আমরা এই বিষয়টি আদালতে নিয়ে যাব।'
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান