বগুড়া : বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য শ্রমিক নেতা আজাদুল হক উজ্জলকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশ শহরের নিশিন্দারার বাসা থেকে তাকে গ্রেফতার করে।
উজ্জলের পারিবারিক সূত্রে জানাগেছে, ব্যবসায়িক কারণে তিনি বেশ কিছু দিন বগুড়ার বাইরে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসার কিছু সময় পরই একদল গোয়েন্দা পুলিশ তার বাসা ঘেরাও করে। একপর্যায়ে রাত ৮টার দিকে বাসার ভেতর থেকে উজ্জলকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাকে সদর থানায় রাখা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। এছাড়া একাধিক বিশ্বস্ত সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম এবং সদর থানার ওসি আবুল বাসার দু’জনেই শ্রমিক নেতা উজ্জলকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান