ডেস্ক: পিকেকে’র (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) যোদ্ধা ও সামরিক বাহিনীর মধ্যকার লড়াইকে কেন্দ্র করে তুরস্কের সিজর শহরে কারফিউ চলাকালে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
সিজর শহরের সংঘর্ষে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩০ কুর্দি যোদ্ধা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সালামি আলতিনক।
অপরদিকে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) জানিয়েছে, এ সময়ে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সিজরে এইচডিপির কো-চেয়ারম্যান সালাহাত্তিন দেমিরতাসের নেতৃত্বাধীন মার্চ আটকে দিয়েছে পুলিশ। ওই মার্চে কুর্দি সংসদ সদস্য ও তাদের সমর্থকরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, কারফিউয়ের কারণে সিজরে আটকে পড়া এক লাখ ২০ হাজার নাগরিকের মুক্তির জন্য প্রতিবাদ স্বরুপ তারা এই মার্চের আয়োজন করেছেন।
তুর্কি বাহিনীর হামলায় বেসামরিক তরুণ-তরুণীও নিহত হয়েছে বলে দাবি করেছেন কুর্দি সংসদ সদস্যরা।
সম্প্রতি তুর্কি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা পরিচালনা করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন পিকেকে’র যোদ্ধারা। এরই পরিপ্রেক্ষিতে তাদের নির্মূলে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান