বেনাপোল (যশোর) : বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত গমনের সময় সেদেশের বিএসএফ বাংলাদেশি ৩ জন কিশোরকে আটক করে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় বিএসএফ তাদেরকে ফেরত পাঠিয়েছে।
ফেরত আসা কিশোররা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মলিন্দ্র বৈদ্যের ছেলে সঞ্জিত বৈদ্য (১৭), রবি বৈদ্যের ছেলে রতন বৈদ্য (১৬) ও মাদারীপুরের রাজৈর উপজেলার সুনিল গোলদারের ছেলে সুজন গোলদার (১৬)।
২৩ বিজিবি পুটখালি ক্যাম্পের সুবেদার জানান, অবৈধপথে দালালদের মাধ্যমে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ওপারে পার হলে বিএসএফ ৩ কিশোরকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
ফেরত আসা কিশোররা বলেন , তারা দালালদের মাধ্যমে জন প্রতি ৪ হাজার টাকার বিনিময়ে ভারত যায়। ভারত সীমান্তে থাকা বিএসএফ তাদের বৃহস্পতিবার সকালে আটক করে ক্যাম্পে নিয় যায়, এবং রাত ৮ টার সময় তাদের বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের যশোর আদালতে পাঠানো হবে।