চট্টগ্রাম : ভ্যাট বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহার আন্দোলনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান।
এসময় ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, শিক্ষাকে বাণিজ্য করণের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায়তারা করছে। ছাত্র-ছাত্রীদের জন্য গণপরিবহন ভাড়া অর্ধেক ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে গরীব ও মেধাবী ছাত্র- ছাত্রীদের উপর শোষণ করছে। অন্যায় ভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করে শোষণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সরকারকে অনতিবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করার আহবান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান