বাংলার খবর২৪.কম,গাইবান্ধা : গাইবান্ধায় ধীর গতিতে ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়াসহ সবগুলো নদীর পানি কমছে। তবে ঘাঘট নদীর পানি এখনও বিপদ সীমার ১০ সে.মি. উপরে। তবে বন্যা কবলিত লোকদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট এখন মারাত্মক আকার ধারণ করছে। মঙ্গলবার গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র অক্সফ্যামের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকার গাবগাছি চরে ৩শ’ পরিবারের মধ্যে একটি জেরিকেন এবং একটি কলস ভর্তি বিশুদ্ধ পানি সরবরাহ করে।
জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে এবারের সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ৩০টি ইউনিয়নের প্রায় দেড় লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘরবাড়ির ক্ষতি হয়েছে ১৭ হাজার ৭৪টি। বন্যায় ৩৬ হাজার কৃষকের ৩ হাজার ৪শ’ ২৯ হেক্টর ফসলি জমি বিনষ্ট হয়েছে। এসব জমির মধ্যে টি আমন ৩ হাজার ১শ’ ৫ হেক্টর আমন বীজতলা ১২৪ হেক্টর এবং আউশ ১শ’ এবং শাক সবজি ১শ’ হেক্টর জমি ফসলসহ গত ১৮ আগষ্ট বন্যার শুরু থেকে এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে থাকায় সেগুলোর অধিকাংশই পচে গেছে।
এদিকে বন্যার পানি কমতে শুরু করায় ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার বেশকিছু এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত দু’দিনে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া ও চন্ডিপুর ফুলছড়ির গজারিয়া, এরেন্ডবাড়ি, ফজলুপুর ও ফুলছড়ি এবং সাঘাটার হলদিয়া ও ভরতখালি ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙ্গনে প্রায় ২শ’ ৫০টি বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে। এদিকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগের বিস্তার ঘটেছে। গাইবান্ধা সিভিল সার্জন অফিস জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় ৫০টি মেডিকেল টিম কাজ করছে। গতকাল সোমবার এসব রোগে ৭০ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা দেয়া হয়। তবে সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার বন্যা কবলিত মানুষরা অভিযোগ করেছেন, স্বাস্থ্য বিভাগের কোন তৎপরতা তারা এখনও লক্ষ্য করেননি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ সম্বলিত প্যাকেট খাবার এবং ৩শ’ পরিবারের মধ্যে ৬ মেঃ টন চাল বিতরণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান