ফেনী প্রতিনিধি, ১০ সেপ্টেম্বর: ফেনীতে গ্যাস ঠিকাদার নেতা মহি উদ্দিন দিদারকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব । আজ সন্ধ্যায় শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব -৭ কমেন্ডার মো: মোজাম্মেল হোসেন রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাথানিয়া গ্রামের বশির উদ্দিন মৌলবী বাড়িতে অভিযান চালিয়ে মৃত নূরুল মোস্তফার ছেলে ফেনী গ্যাস টিকাদার কমিটির সভাপ্রতি মহি উদ্দন দিদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২টি কাতুর্জ, ৬টি চোরা,একটি বিদেশী মদ ও একটি ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব জানায় বখাটে দিদার নিজেকে আওয়ামী গ্যাস ঠিকাদার নেতা বলে সমাজে মদ ব্যবসা, করে আসছিল। সে অস্ত্র উছিয়ে এলাকায় আদিপত্য বিস্তার করতো। সে চার বিয়ে করেছে।
র্যাব -৭ কমেন্ডার মো: মোজাম্মেল হোসেন রাইজিংবিডিকে জানান , ঠিকাদার নেতা মহি উদ্দিন দিদারকে অস্ত্র ও মাদক আইনে মামলা রজু করে ফেনী থানায় সোপর্দ করা হবে।