ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে পাঁচ ডাকাত গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল, নলছিটির আখরপাড়া গ্রামের মনির হোসেন বাবু, বাকেরগঞ্জের আফালকাঠি গ্রামের শিপন সিকদার, ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কের শাহজাহান মোল্লা, সদর উপজেলার পারকিফাইত নগর গ্রামের আলমগীর হোসেন ও নলছিটির বারইকরণ গ্রামের জামাল হাওলাদার। এদের স্বীকারোক্তি অনুযায়ী রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, সাবল ও চাকুসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঝালকাঠি শহরের একটি বাসা থেকে ডাকাতির লুন্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করে। এসময় স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত ডাকাত ও স্বর্ণ ব্যবসায়ীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামে সৌদি প্রবাসী কালাম শরীফের বাড়িতে গত ১৭ আগস্ট ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শিউলি বেগম নলছিটি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় সদর উপজেলার নথুল্লাবাদ গ্রামের বাংলালিংক টাওয়ার সংলগ্ন স্থানে এবং মোহদিপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে মাটি খুড়ে রামদা, বগি দা, চাইনিজ কুড়াল, সাবল, সেলাই রেইঞ্জ, স্ত্রুড্রাইভার ও চাকুসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ডাকাত দলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঝালকাঠি শহরের আমতলা সড়কে পরিতোষ কর্মকারের বাসায় অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের আংটি, দুইটি চেইন ও দুইজোড়া কানের দুল উদ্ধার এবং স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকারকে গ্রেপ্তার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান