অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ’

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বাদ দিয়ে নির্বাচন দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। এ সময় তিনি বলেন, ক্ষমতাতো দূরের কথা বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ।

মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের চোখ শিক্ষার্থীদের উপর পড়েছে মন্তব্য করে তিনি বলেন, সংসদে বড় বড় বাজেট পাশ করে শিক্ষার্থীদের ভ্যাট বৃদ্ধি করেছেন অর্থমন্ত্রী। কারণ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে পারলে নিজেদের কমিশনটা বেশী হবে।

সারাবিশ্বে তেল ও গ্যাসের মূল্য ৩ ভাগের এক ভাগ মন্তব্য করে গয়েশ্বর বলেন, যেখানে বিশ্ব বাজারে তেল ও গ্যাসের বাজার মূল্য তিন ভাগের এক সেখানে বাংলাদেশে তেল ও গ্যাসের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেলেও পরিবহনের ভাড়া বাড়বে না। কিন্তু এরপরও পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তিনি অবিলম্বে তেল ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি পরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।

আওয়ামী লীগ মুখে বড় বড় কথা বললেও ভিতরে ভিতরে অনেক দূর্বল হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ভিতরে ভিতরে দূর্বল হয়ে পড়েছে। কারণ আওয়ামী লীগের কোন জনসমর্থন নেই।

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

‘বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ’

আপডেট টাইম : ০৬:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বাদ দিয়ে নির্বাচন দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। এ সময় তিনি বলেন, ক্ষমতাতো দূরের কথা বিরোধী দলেও থাকতে পারবে না আওয়ামী লীগ।

মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের চোখ শিক্ষার্থীদের উপর পড়েছে মন্তব্য করে তিনি বলেন, সংসদে বড় বড় বাজেট পাশ করে শিক্ষার্থীদের ভ্যাট বৃদ্ধি করেছেন অর্থমন্ত্রী। কারণ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে পারলে নিজেদের কমিশনটা বেশী হবে।

সারাবিশ্বে তেল ও গ্যাসের মূল্য ৩ ভাগের এক ভাগ মন্তব্য করে গয়েশ্বর বলেন, যেখানে বিশ্ব বাজারে তেল ও গ্যাসের বাজার মূল্য তিন ভাগের এক সেখানে বাংলাদেশে তেল ও গ্যাসের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেলেও পরিবহনের ভাড়া বাড়বে না। কিন্তু এরপরও পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তিনি অবিলম্বে তেল ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি পরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।

আওয়ামী লীগ মুখে বড় বড় কথা বললেও ভিতরে ভিতরে অনেক দূর্বল হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ভিতরে ভিতরে দূর্বল হয়ে পড়েছে। কারণ আওয়ামী লীগের কোন জনসমর্থন নেই।

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।