সিলেট : শিক্ষকদের নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষকদের জ্ঞানের অভাব আছে এটা বলা ঠিক হয়নি, তিনি বোঝাতে চেয়েছেন শিক্ষকরা না জেনেই আন্দোলন করছেন।
মন্ত্রী দুঃখপ্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেন- আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাবে বলা আর যথাযথ তথ্য সম্পর্কে অনাবহিত বলার মধ্যে অনেক তফাৎ। তাই আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। এতে যারা দুঃখ পেয়েছেন তাদের বলবো ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্ত হোক।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান