কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ এবং জাসদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় একটি চায়ের দোকানে দু’পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতা-হাতি হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদের কর্মীদের ধাওয়া করলে পালিয়ে যায় তারা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় উভয় গ্র“পের ১০জন আহত হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতারা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। ভেড়ামারা-মিরপুর উপজেলা ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন। ইনুকে অবাঞ্ছিত করতে প্রয়োজনে কুষ্টিয়া অচল করে দেয়ার ঘোষণাও দেন তারা।
গতকাল আওয়ামী লীগ নেতাদের ঘোষণার পর আজ বৃহস্পতিবার জাসদ নেতারা সংঘর্ষে জড়ায়।
প্রসঙ্গত, গত সোমবার রাত আটটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ অফিসে যুবলীগ থেকে সদ্য জাসদে যোগ দেয়া হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ করে হামলা চালায়। এসময় তারা অফিসের সামনে রাখা চেয়ার ও টেবিল ভাংচুর করে। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান