ব্রাহ্মণবাড়িয়া : চাঁদাবাজি আর মাদব বিক্রির কাজে ছাত্রলীগ-যুবলীগ জড়িত বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সারাদেশের চিত্র একই। চাঁদাবাজি, মাদক বিক্রির কাজে জড়িত ছাত্রলীগ, যুবলীগ। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। তিনি বলার পর থেকেই অ্যাকশান শুরু হয়ে গেছে’।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের ওই কর্মকর্তা এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, আওয়ামী লীগ নেত্রী নায়ার কবির, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুনুর রশিদ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলাতানা খানম নিশাত, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনারা আলম, চেম্বার এন্ড কমার্স ইন্ড্রাস্টির সভাপতি মো. আজিজুল হক।
তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ প্রশাসক, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্য কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি।
ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ‘সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি নারী নির্যাতন মামলা হয়। তবে আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। এজন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান