কুষ্টিয়া : এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রতিহতের ঘোষণা দিয়েছে ভেড়ামারা-মিরপুর উপজেলা ও কুষ্টিয়া শহর আওামী লীগের নেতারা। ইনুকে অবাঞ্ছিত করতে কুষ্টিয়া অচল করে দেয়ার ঘোষণাও দেন তারা।
বুধবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতারা এসব আক্রমনাত্মক বক্তব্য দেন।
ভোড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুজ্জামান নবাব প্রমুখ। সমাবেশে দুই উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত আটটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ অফিসে যুবলীগ থেকে সদ্য জাসদে যোগ দেয়া হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ করে হামলা চালায়। এসময় তারা অফিসের সামনে রাখা চেয়ার ও টেবিল ভাংচুর করে। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুনেছি রাতে কয়েকজন যুবক হঠাৎ করে পার্টি অফিসের সামনে আসে। তারা অফিসের সামনে রাখা কয়েকটা চেয়ার ভাংচুর করে। তাজুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তছনছ করার যে দাবী করা হচ্ছে এটি মিথ্যা। এধরনের কোন ঘটনা ঘটেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান