সাতক্ষীরা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগ এনে সাতক্ষীরা জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(ক) ধরায় সাতক্ষীরা আদালতে মামলা দাখিল হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার (ভারপ্রাপ্ত) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হাসানের আদালতে মামলাটি দাখিল করেন জেলা তরুণ লীগের সাধারন সম্পাদক অ্যাড: শাহেদুজ্জামান সাহেদ। আদেশের জন্য আগামি রোববার দিন ধার্য্য করা হয়েছে। মামলার বাদী জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু জাহিদ ডাবলু তার নামীয় ফেসবুকে আপত্তিকর কটুক্তি করেছেন। এর ফলে আওয়ামী লীগ সভানেত্রী , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমুর্তী ক্ষুন্ন হয়েছে। এ কারণে সাতক্ষীরা জেলা কৃষক দলের সভাপতি পুরাতন সাতক্ষীরা গ্রামের আবু জাহিদ ডাবলুর বিরুদ্ধে ৫৭ (ক) ধারায় আদালতে মামলা দাখিল করা হয়েছে।এই মামলার প্রধান সাক্ষি সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাড: ওসমান গণি জানান, মামলাটি বৃহস্পতিবার দাখিল করা হয়েছে। তবে এখনও আদেশ হয়নি। আগামী রোববার এ ব্যাপারে আদালতের সংশ্লিষ্ট বিচারক আদেশ দেবেন।
এ ব্যাপারে আবু জাহিদ ডাবলুর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি প্রধান মন্ত্রী সম্পর্কে কোন আপত্তিকর মন্তব্য করেনি। আমার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী সম্পর্কে একটি মন্তব্য আসে। আমার আইডি থেকে যেভাবেই হোক সে-টি শেয়ার হয়েছে। আদালতে বাদী একটি অভিযোগপত্র জমা দিয়েছে শুনেছি। কিন্তু কি আদেশ হয়েছে সে-টি আমার জানা নেই।