ভোলা: ভোলার চরফ্যাশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও শতাধিক কর্মচারী অসহায় হয়ে পড়েছে। তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪ দিন অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের পরিবারের খোঁজ নেয়নি কেউ। সরকারি ও বেসরকারি পর্যায়ে কোন সহযোগিতা পায়নি এসব ব্যবসায়ী ও কর্মচারীরা। ক্ষতিগ্রস্ত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রায় ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি ও ব্যাংকিং ঋণ মাথায় নিয়ে অজানা আতংকের মধ্য রয়েছেন তারা।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে চরফ্যাশন বাজারের কাপড় পট্টি ও সোনালী রোডের ব্যবসায়ীরা প্রতি দিনের ন্যায় ব্যবসা করে রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। কিন্তু রাত পৌনে ২টায় সোনালী রোডের ভূঁইয়া হোটেল থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকা-ের সংবাদ পেয়ে চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এরইমধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে গিয়ে একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক ও শতাধিক কর্মচারী বেকার হয়ে পড়ে। অগ্নিকা-ের ৪দিন অতিবাহিত হলেও আইনি জটিলতা ও অর্থনৈতিক দৈন্যতার কারণে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর গৃহনির্মাণ করা সম্ভব হয়নি। নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে না পারার ফলে অর্ধাহারে অনাহারে এসব পরিবারের দিন কাটছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকা- পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের খোঁজ নিলেও অর্থনৈতিকভাবে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি।
এদিকে চরফ্যাশন বাজারের ২টি পুকুর ভরাট করে বাণিজ্যিক কেন্দ্র করায় জরুরি মুহূর্তে আগুন নিভাতে পানির স্বল্পতায় পড়তে হয় অগ্নিনির্বাপক কর্মীদের। ফলে দূর থেকে পানি সংগ্রহ করে আনতে বিলম্ব হওয়ায় পুড়ে যায় ব্যবসা কেন্দ্রগুলো।
উল্লেখ্য, গত এক যুগে চরফ্যাশন বাজারে কমপক্ষে ১৫ বার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও উল্লেখ করার মতো কোনো সহযোগিতা পায়নি তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান