বাংলার খবর২৪.কম: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুন (খর ঔঁহ) সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে লি জুনের কর্মকালে বাংলাদেশ-চীন সর্ম্পকোন্নয়নে তাঁর আসামান্য ভূমিকার জন্য পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীন সরকারের অব্যাহত ভূমিকার জন্যও পররাষ্ট্রমন্ত্রী তাঁর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
লি জুন তাঁর দায়িত্বপালনকালে বাংলাদেশ সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে উৎসাহী লি জুন বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে তাঁর দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে পাঠাতে আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আগামীবছর বাংলাদেশ ও চীন উভয় দেশে বাংলাদেশ-চীন মৈত্রীর ৪০ বছর পূর্তি উদ্যাপনের ব্যাপারে চীন সরকারের গভীর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত লি জুন। এ উপলক্ষ্যে দু’দেশে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়।
আড়াইবছরের কর্মকাল শেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন রাষ্ট্রদূত লি জুন। মাহমুদ আলী এ কর্মস্থল পরিবর্তনে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন। লি জুনের স্থলাভিষিক্ত যিনি হবেন তাঁর সময়েও দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান