ফারুক আহমেদ সুজন : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগামী ১ অক্টোবর থেকে সব ধরনের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়ছে। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়বে ১ নভেম্বর থেকে। তবে এখনই বাড়ছে না দূরপাল্লার বাস ভাড়া ।
প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি বাসভাড়া এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া এক টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হচ্ছে এক টাকা ৬০ পয়সা।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সর্বনিম্ন ভাড়া বাসের ৫ টাকা ও মিনিবাসের ৭ টাকা বহাল রাখা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সিএনজিচালিত অটো রিকশার দৈনিক জমা ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ৯০০ টাকা করা হয়েছে। প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।’
‘পরের প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। বিরতিকালে প্রতি মিনিটের ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে বৃদ্ধি করে দুই টাকা করা হয়েছে। যে কোনো দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে’ যোগ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘পুন.নির্ধারিত ভাড়া ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যারা এ ভাড়া মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।