গাজীপুর : শ্রীপুরে বজ্রপাতে প্রায় ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ১১জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর থেকে এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। জ্এেম উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময় শিক্ষার্থীরা বারান্দায় দাঁড়িয়ে থাকাবস্থায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে প্রায় ২৫জন শিক্ষার্থী আহত হন। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ইসা, রুবাইয়া, ইফফাব নাসরিন, তাসলিমাসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে শিক্ষকরা জানিয়েছেন।
তবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া আফরিন জানান, ভর্তিকৃত ১১জন শিক্ষার্থী বজ্রপাতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত ।
অপরদিকে বজ্রপাতে শিক্ষার্থী আহত হওয়ার খবরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তার ঘোষণা দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান