নীলফামারী: নীলফামারীতে তৃতীয় শ্রেনীর এক ছাত্রী ধর্ষণের পর জিম্মি করে রাখে প্রভাবশালীরা। এ ঘটনাটি ধামাচাপা দিতেই স্থানীয়রা এ চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার ধর্ষণের এ ঘটনার পর আজ মঙ্গলবার খানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিম্মি অবস্থায় ধর্ষিতা শিশু ও তার পিতাকে আজ উদ্ধার করে।
জানা যায়, গতকাল সোমবার স্কুলের টিফিনের সময় স্কুল সংলগ্ন মধ্য শালহাটি বাজারের মুদি ব্যবসায়ী মৃত বুদারু মাহমুদের পুত্র ইব্রাহিম (৫২) বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে দোকানের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। স্কুলের অপর শিশুরা ঘটনাটি বুঝতে পেরে স্কুলের শিক্ষকদের জানায়। এরপর শিক্ষক ও এলাকাবাসী সেখান থেকে শিশুকে উদ্ধার এবং ধর্ষক ইব্রাহিমকে আটক করে। এরপরেও একটি প্রভাবশালী মহল ঘটনাস্থলে এসে সকলকে হুমকি-ধামকি দিয়ে শিশুসহ ধর্ষককে তাদের জিম্মায় নিয়ে নেয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে জিম্মি করে রাখে তারা। খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার শিশুটি ও তার পিতাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক ও প্রভাবশালীরা গা ঢাকা দেয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
জেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা পুলিশকে এ কাজে সহায়তা করে। আহতবস্থায় শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি জেলার সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের লালপাড়া গ্রামের ভ্যানচালক বশির উদ্দিনের মেয়ে এবং একই গ্রামের শালহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান