ডেস্ক : রাজধানী বাগদাদের আল-বুনুক এলাকা থেকে আজ মঙ্গলবার ইরাকের ভারপ্রাপ্ত উপ-আইনমন্ত্রী আব্দুল করিম আল ফারিসকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
ইরাকী নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা মঙ্গলবার বলেছে, মন্ত্রীর নিরাপত্তা রক্ষী এবং গাড়ির চালককেও অপহরণ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, মুখোশ পরা বন্দুকধারীরা চারটি কালো রংয়ের গাড়িতে করে আসে এবং আইনমন্ত্রীর গাড়ি থামিয়ে দেয়। কোনো পক্ষই ঘটনার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে দেশটিতে অপহরণের ঘটনা ঘটছে। গত বুধবার তুরস্কের ১৮ জন শ্রমিককে অপহরণ করা হয়। এর কয়েকদিন আগে আদামিয়া থেকে দু’জনকে অপহরণ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান