রাজশাহী: ঢাকার আশুলিয়া থেকে অপহৃত তিন বছরের শিশু মেহরাব হোসেনকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণকারী অভি আহমেদকে।
নোয়াখালীর হাজিরহাট এলাকার অভি আহমেদ (২৫) মেহরাবকে অপহরণ করেন। পরে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মিয়াপুর এলাকায় শ্বশুরবাড়িতে এনে শিশুটিকে রেখে মুক্তিপণ দাবি করে আসছিলেন অভি। শেষ পর্যন্ত বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা মুক্তিপণও আদায় করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, নোয়াখালী সদরের হাজিরহাট এলাকার আবুল কাশেমের ছেলে অভি আহমেদ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন।
গত ৫ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার মোহাম্মদ এনামুলের শিশুপুত্র মেহরাবকে অপহরণ করেন অভি। শিশুটিকে তিনি তার শ্বশুরবাড়ি রাজশাহীর শাহ মখদুম থানার মিয়াপুরে এনে রাখেন। নগর গোয়েন্দা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
তিনি আরও জানান, অপহরণকারী অভি প্রথমে শিশুর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বিকাশ করে ১৫ হাজার টাকা পাঠায় তার পরিবার। এই সূত্র ধরেই অভিযান চালানো হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় আগেই একটি অপহরণ মামলা হয়েছিলো। ওই মামলায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিকে গ্রেফতার করে। অপহৃত শিশুর পরিবারকে মেহরাবকে উদ্ধারের খবরটি জানানো হয়েছে। তারা রওয়ানা দিয়েছেন।
পরিবার এলেই তাদের কাছে শিশুটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান