বেনাপোল: বেনাপোলে বিজিবির সঙ্গে চোরাচালানিদের সংঘর্ষের পর প্রকৃত আসামিদের ধরতে না পেরে সাধারণ নিরীহ লোকদের ধরে পোর্ট থানা পুলিশ ঘুষ বাণিজ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার হারুন নামের একজন নিরীহ লোকের নিকট থেকে ২০ হাজার টাকা নিয়ে পোর্ট থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
সূত্র জানায়, বেনাপোল পোর্ট থানা পুলিশের জনৈক দারোগা দিঘিরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে হারুনকে ধরে আটকে রেখে ১ দিন পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দিয়েছে।
হারুন জানায়, তাকে বিজিবির সঙ্গে সংঘর্ষের মামলায় সন্দেহজনকভাবে আটক করে চালান দেয়ার ভয় দেখিয়ে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, পোর্ট থানা পুলিশ একাধিক ভাল মানুষকে ধরে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে চালান দেয়ার নাম করে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।