বাংলার খবর২৪.কম বিনোদন ডেস্কঃ প্রায় এক দশক ধরে মিডিয়ায় সরব আছেন নিপুণ। ‘সাজঘর’ ছবিতে অভিনয়ের সুবাদে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ২০০৯সালে ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ নায়িকা। আর এতে করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষুধা তার বেড়েই চলেছে। প্রতিনিয়ত চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। নিপুণ বলেন, আমি শুরুতে চলচ্চিত্রে অনেকটা শখ ও খুশির কারণেই আসি। একটা সময়ে তা ধারাবাহিকতা পায়। একের পর এক ছবিতে অভিনয় করতে থাকি। হূমায়ুন আহমেদের কাহিনী নিয়ে শাহআলম কিরণ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘সাজঘর’ ছবিতে পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আসলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয়ে উৎসাহ জুগিয়েছে। তারপর থেকে কমার্শিয়াল ছবির পাশাপাশি ভিন্ন ধরনের সব চরিত্রে অভিনয় করতে থাকি। আর সেভাবেই এখনও পথ চলছি। নিপুণের কাজ চলা এবং মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে রয়েছে শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’, জি সরকারের ‘লাভ ২০১৪’, রুপালি চ্যাটার্জির ‘পরিচয়’ (কলকাতা), বাপ্পারাজের ‘কার্তুজ’ ও গাজী মাজহারুল আনোয়ারের ‘আপসহীন’, ইসমাত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, ডা. অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’।সব মিলিয়ে বলা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আবারও পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাময় বিভিন্ন ছবি নিয়েই এখন সময় পার করছেন। সিনিয়র অভিনেত্রীরা যেখানে ক্যারিয়ার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, নিপুণ সেখানে একের পর এক দুর্দান্ত সব ছবির শুটিং করেই চলছেন। ঈদে নিপুণ অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘আই ডোন্ট কেয়ার’। ছবিটি ভাল ব্যবসা করেছে। নিপুণ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মেয়ে তানিশাকে লন্ডনের একটি স্কুলে ভর্তি করানোর জন্য তার এই লন্ডন যাওয়া। সেখানে তার বড় বোন থাকেন। নিপুণ এক মাস থাকবেন লন্ডনে। ফিরে এসে ঈদে-উল আযহা’র কিছু কাজ করবেন।
শিরোনাম :
এ সময়ে ‘নিপুণ’ !
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৭৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ