বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোষ্টে কাষ্টমস কর্তৃক পাসপোর্ট যাত্রীর এক আত্মীয়কে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, কাষ্টমস সিপাই স্বপন, ইন্সপেক্টর একে আযাদ ও ইমরানের নির্দেশে শামিম (১৮) নামে একটি ছেলেকে আটকিয়ে রাখে।
সোমবার সকাল ৯টার দিকে সময় চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, নড়াইলের কালিয়া থানার সুখি এবং তার একজন সঙ্গী ভারত থেকে দেশে ফেরার সময় তাদের কাছে ভারতীয় কোনো অতিরিক্ত পন্য না থাকা সত্ত্বেও কাষ্টমস ইন্সপেক্টর একে আযাদ, ইন্সপ্ক্টের নাসির উদ্দিন, ইন্সপেক্টর ইমরান ও সিপাই স্বপন তাদের কাছে ১০০০ টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকার করলে তাদের আত্মীয় বেনাপোলের শামিমকে ইন্সপেক্টররা বলে তুই টাকা দিবি। তখন শামিম বলে দেখা যাবে। বলে কাষ্টমস থেকে বের হয়ে চলে আসে। এর দু’দিন পর শামিম কাষ্টমস গেটের ভিতর গেলে তাকে আটকিয়ে আজ জোর করে টাকা আদায় করে।
এ ব্যাপারে কাষ্টমস ইন্সপেক্টর ইমরানের নিকট জানাতে চাইলে তিনি জানান, ভারত থেকে পাসপোর্ট যাত্রী আসলে আমরা টাকা নিয়ে থাকি। বিষয়টি কাষ্টমস কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তরা জানেন। ফলে অভিযোগ করে ও কোনো লাভ হবে না। কারণ আমাদের উপরিমহলে অর্থ দিতে হয়।