বাংলার খবর২৪.কম : ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ১৫তম সভা। এর অংশ হিসাবে মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ দিনব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৪তম সভা অনুিষ্ঠত হবে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। ভারতের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী (অহরষ এড়ংধিসর)।
৪ সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদল রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করবেন।