ঢাকা: গুলশান থানায় করা হত্যাচেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে রোববার তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে ধানমন্ডিএলাকা থেকে শনিবার সকালে ওয়ারেন্টমূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর হাকিম-৫ নম্বর আদালতে বিচারাধীন।
হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি। আপিলের রায়েও তার দ- বহাল রেখেছেন ট্রাইব্যুনাল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান