ঢাকা : গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ রোরবার সারা দেশে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত বুধবার জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সাথে বিবৃতিতে বলা হয়, সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে হাজার হাজার কোটি টাকার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়ার জন্য এই গণবিরোধী, অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। ২০ দল অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে। বিবৃতিতে গণবিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয়, তা না হলে আগামী ডিসেম্বরে আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করবে সরকার।
এদিকে আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে আহবান জানিয়েছে ২০ দলীয় জোট। গতকাল বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জমান রিপন জানান, জোটের এই বিক্ষোভ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা আশা করি সরকার এই কর্মসূচি পালনে কোনো বাধা দিবে ন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান