ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে বৈঠক শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আজ রোববার বিকেলে দেশে ফিরছেন।
রোববার বিকেল ৪টার দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানযোগে কাদের সিদ্দিকীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এ খবরটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমদ।
ফরিদ আহমদ জানান, প্রণব মুখার্জীর সঙ্গে কাদের সিদ্দিকীর বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। প্রণব মুখার্জীর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জীর শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে গেলেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে।
এর আগে কাদের সিদ্দিকী ২৭ আগস্ট ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে সেখানে যান। ২৮ আগস্ট শুভ্রা মুখার্জীর শ্রাদ্ধতে অংশ নেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান