ঢাকা: রাজধানীর মালিবাগ এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুজ্জামান (৩৫)। মনিরুজ্জামান রাজধানীর তেজগাঁও এলাকায় জাহানারা গার্ডেন হাউজিং সোসাইটিতে বসবাস করেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তার স্ত্রী তানিয়া জাহান কান্তা জানান, সন্ধ্যার আগে মোবাইল ফোনে কথা বলার সময় মনিরুজ্জামান জানিয়েছিলেন তিনি মালিবাগ হোসাফ শপিং কমপ্লেক্সের সামনে থেকে ডাব খেয়েছেন। পরে একটি রিকশাওয়ালাকে ঠিকানা বলে অসুস্থ অবস্থায় বাসায় আসেন এবং অচেতন হয়ে যায়। তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ পাওয়া গেছে। অন্যকিছু হারিয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান