বাংলার খবর২৪.কম : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরকি-ই-ইনসাফ (পিটিআই) এবং ডা. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ দমনে আইন প্রয়োগে আর দ্বিধাবোধ করবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিন দিন ধরে বিক্ষোভকারীরা নওয়াজের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশে অবস্থান নিয়েছে। রবিবার সকালে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে তিনজন নিহত এবং পুলিশসহ পাঁচ শতাধিক লোক আহত হওয়ার পর সোমবার সকাল থেকে আবারও শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীরা একপর্যায়ে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় এবং প্রায় পৌনে এক ঘণ্টা টেলিভিশনের সম্প্রচার বন্ধ থাকে। এরপর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাপ্রধান রাহেল শরীফের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে শরীফ জানান, তিনি পদত্যাগ করবেন না। তবে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এ বৈঠকের কয়েক ঘণ্টা পরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সরকারবিরোধীদের বিরুদ্ধে এখন সরকার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। যারা রাষ্ট্রীয় সম্পদের ওপর হামলা চালায় সেই সব বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার কথা ভাবা হচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান