ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান- আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের বিয়ানীবাজার অভিমুখী একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মাইক্রোবাসের ৫ যাত্রী। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ৫ জনের অবস্থাই গুরুতর। তারা হচ্ছেন অর্জুন পাল (৫০), তার স্ত্রী দীপিকা পাল (৩০), তার কন্যা জয়া পাল (২০), ছেলের বউ নন্দিতা পাল (২৮) ও নাতি অভ্রদ্বীপ পাল (৭)। আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার বাসিন্দা। -
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান