বগুড়া: বগুড়ায় করতোয়া নদীতে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক যুবক নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর রাঙ্গামাটিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে।
নৌকার যাত্রীরা অর্জুনপুর গ্রামে বরকত আলীর বাড়িতে তার স্ত্রী রাহেলা বেওয়ার কুলখানী অনুষ্ঠানে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ১৫-১৬ জন নারী, পুরুষ ও শিশু করতোয়া নদী পার হয়ে অর্জুনপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রাঙ্গামাটিয়া ঘাটে নৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে হঠাৎ ডুবে গেলে স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় নৌকা যাত্রীদের বেশ কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২ জন নিখোঁজ হয়।
বেলা তিনটার দিকে স্থানীয় লোকজন সালমান বাবু (১৮মাস) নামের এক শিশুর লাশ উদ্ধার করে। এছাড়া বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার আবুল কালামের ছেলে হৃদয় (১৯) নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত সালমান বাবু নোয়াখালী জেলা সদরের খেজুরতলা এলাকার মাসুদ রানার ছেলে। মাসুদ রানার নানী শ্বাশুড়ীর কুলখানী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তাদের আত্মীয় স্বজন একত্রিত হয়ে নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান