ঢাকা: শোক দিবসে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া রাকিব ও ইব্রাহিম রিমান্ডে অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করেছে রামপুরা থানা পুলিশ। তবে খিলগাঁও থানার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু তাহেরের নির্দেশে তাঁরা ওই চাঁদা দাবি করেছেন বলে পুলিশকে জানান।
এক দিনের রিমান্ড শেষে দুজনকে আজ শুক্রবার আদালতে হাজির করে দেওয়া প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল আমিন এসব কথা উল্লেখ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, আসামি মো. রাকিব হোসেন ও ইব্রাহিম ভূঁইয়া ওরফে নীরব জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৩ আগস্ট খিলগাঁও থানার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু তাহেরের নির্দেশে ফখরুদ্দিন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট রামপুরা বনশ্রী শাখায় গিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও বলেছেন, চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না বলে তাঁরা হুমকিও দিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজেও ওই দুই আসামির জড়িত থাকার প্রমাণ রয়েছে। ওই ফুটেজ দেখেই তাঁদের শনাক্ত করা হয়েছে।
এদিকে মামলার বিবরণী থেকে জানা যায়, ১৩ আগস্ট ফখরুদ্দীন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট রামপুরা বনশ্রী শাখায় ওই চাঁদা দাবি করা হয়। পরে ১৯ আগস্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আইয়ুব আলী রামপুরা থানায় রাকিব ও ইব্রাহিমের নাম উল্লেখ করে মামলা করেন। এর পরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান