নাটোর : নাটোরের সিংড়ায় দীর্ঘদিন ধরে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সোহান হোসেন ও রফিকুল ইসলাম নামের দুই কিশোরকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেমন্ত হেনরী কুবি এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত সোহান হোসেন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র এবং রফিকুল ইসলাম একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে উপজেলার হাতিয়ান্দহ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে কু-প্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলে উত্যক্ত করে আসছিলো সুমন, রফিকুল, সোহান, রাশেদুল ও কনক নামের কতিপয় বখাটে। ঘটনাটি মেয়ের পরিবারের লোকজন জানতে পেরে তাদের নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা আরো বেশি করে উত্যক্ত করা শুরু করে।
এক পর্যায়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে সিংড়া থানা পুলিশ হাতিয়ান্দহ বাজার এলাকা থেকে সোহান হোসেন ও রফিকুল ইসলাম আটক করে।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি আটককৃতদের এক বছর করে কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তবে এই ঘটনার মূল হোতা একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে সুমন পলাতক রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান