ঢাকা: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
বৃহস্পতিবার ভোরে খুব অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে আনা হয়।
শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন বলেন, “চিকিৎসকরা মন্ত্রীকে আইসিইউতে রেখেছেন। সেখানে তার নিয়মিত চিকিৎসা চলছে।
“পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিনি কখন ছাড়া পাবেন সে বিষয়ে চিকিৎসকরা কিছু বলেননি।”
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল ৬৬ বছর বয়সী মহসিন আলীর। এছাড়া মন্ত্রীকে ডায়াবেটিসের সমস্যায় দুই বেলা ইনসুলিন নিতে হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান