কুড়িগ্রাম : কুড়িগ্রামে ছোট বড় সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে গত ৪দিনে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের ৯ উপজেলার অর্ধশতাধিক ইউনিয়নের প্রায় ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবন-যাপন করছে।
নদনদীর পানি বেড়ে প্লাবিত হয়ে পড়ছে জেলার নতুন নতুন এলাকা উজানের পানি ও কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে এ বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। পানিবন্দী মানুষগুলোর চলাচলের একমাত্র মাধ্যম কলাগাছের ভেলা ও সাধারণ ডিঙ্গি নৌকা। গ্রামীন কাঁচা-পাকা রাস্তাগুলো তলিয়ে যাওয়ায় বিপদে পড়েছে এ জেলার চর, দ্বীপচর ও গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষজন।
জেলা প্রশাসন থেকে পূর্বে ও পরে যে ত্রাণ সহায়তার কথা বলা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কিছুই না। সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়েও ত্রাণ তৎপরতা থাকলে হয়ত এখানকার বন্যার্তরা ত্রাণ সহায়তা পর্যাপ্ত পেতে পারেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, কুড়িগ্রামের সবগুলো বড়বড় নদনদীর পানি বেশ বেড়েছে ফলে আমার কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকেই যাচ্ছে। সদাশয় সরকার বন্যার্তদের জন্য অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যেই সরকারিভাবে আড়াইশ মেট্রিকটন চাল ও ৬লাখ ৪৫হাজার টাকা নগদ অর্থ বানভাসী মানুষদের কষ্টের কথা বিবেচনা করে বিতরণ করা হয়েছে। আরো ১০লাখ টাকা ও ৫শ মেট্রিক টন চালের বরাদ্দ চেয়ে বন্যা ও ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, খাদ্যে বর্তমানে সরকারের কোন সংকট নেই যখন যেমন প্রয়োজন তা দ্রুবিতরণ করা সম্ভব হবে বলে আশা করি।
এদিকে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান