যশোর: যশোর সেনানিবাসের ব্যারাকে এক সেনা সদস্যের গলা কাটা লাশ পাওয়া গেছে। একথা জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাস আলী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
নিহত হেলাল উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ গ্রামের নূরুল হকের ছেলে।
ওসি জানান,শুক্রবার সকালে থানা থেকে মিরাজ মোসাদ্দেক নামের একজন উপ পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে তিনি নিজেও সেখানে যান।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার মঞ্জুর আলী খান জানান, হেলালসহ নয়জন সেনা সদস্য ব্যারাকের ওই কক্ষে থাকতেন। ভোর ৪টার দিকে হেলালকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে ওই কক্ষের আরেক সেনা সদস্যকে দেখা যাচ্ছে না বলে শোনা গেলেও যশোর সেনানিবাস কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেয়নি।
সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, সব কিছু দেখে মনে হচ্ছে হেলাল আত্মহত্যাও করে থাকতে পারেন।
সিএমএইচ থেকে হেলালের লাশ যশোর জেনারেল হাসপাতলের মর্গে নেয়া হয়েছে বলে জানান তিন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান