ঢাকা: আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে- এটিকে ‘ভ্রান্ত ধারণা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ।তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনায় সভায় একথা বলেন।
দূররে সামাদ ও সাইফুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকার ফলাও করে বলছে যে, পাঁচ কি সাত বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে কিন্তু বাস্তবে তা সম্ভব নয়।‘
সালেহ উদ্দিন আহমেদ সাবেক অর্থমন্ত্রীর সম্পর্কে বলেন, ‘সব সময় রাজনৈতিক মতাদর্শ না দেখে সাইফুর রহমান কর্মদক্ষতাকে বেশি গুরুত্ব দিতেন। আমার দেখা এটিই তার অন্যতম মহৎ গুণ।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান