নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে ইউএস বাংলার একটি বিমান ল্যান্ড করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ইউএস বাংলার কিউ-৪০০ একটি যাত্রীবাহী বিমান ৭৪ জন যাত্রী নিয়ে সকাল ৭.২০ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসে। বিমানটি সকাল ৮ টায় সৈয়দপুর বিমান বন্দরে ল্যান্ড করে। এক পর্যায়ে রানওয়েতে টার্নিং নেওয়ার সময় সামনের চাকা পিছলে গিয়ে বিমানটি রানওয়ে হতে ছিটকে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তেমন নয়, সামান্য বিষয়। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান