ডেস্ক: ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওন অভিনীত কনডমের বিজ্ঞাপন ভারতীয় সমাজে ধর্ষণ উস্কে দিচ্ছে বলে দাবী করলেন অতুল কুমার অঞ্জন নামে এক রাজনীতিবিদ।
কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার এ নেতা বলেন, “এ ধরনের বিজ্ঞাপন প্রতিদিন রাতে এবং সকালে টিভিতে দেখানো হচ্ছে। এ ধরনের জঘন্য ও অশ্লীল বিজ্ঞাপন মানুষের যৌন আকাক্ষা বাড়ায়।”
অঞ্জন আরও বলেন, “এ ধরনের বিজ্ঞাপন যখন দেশের টিভি আর পত্রপত্রিকায় প্রচারিত হবে তখন ধর্ষণের হার তো বাড়বেই। এগুলো বন্ধ করতে হবে।”
সানি লিওনি বলিউডে কাজ করছেন পাঁচ বছর ধরে। এর আগে পর্নগ্রাফিক চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
সিপিআই নেতার এই বক্তব্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটারে। অঞ্জনের এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক মেম এবং কৌতুক।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “যদি সানি লিওনির কনডমের বিজ্ঞাপন অশ্লীল হয়, তাহলে তো পেপসোডেন্ট টুথপেস্টের বিজ্ঞাপনকেও অশ্লীল বলা যায়। কারণ পেপসোডেন্টের সেøাগান হল, ‘রাতভর ঢিশুম ঢিশুম!’”
আরেকজন লেখেন, “এরপর অঞ্জনের সমস্যা হবে মুভ মলমের বিজ্ঞাপন নিয়ে। কারণ ওখানে বলা হয়েছে ‘আহ্ থেকে আহা পর্যন্ত’।”
অনেকে টুইট করেন, কনডমের বিজ্ঞাপন যদি ধর্ষণের কারণ হয়, তাহলে ব্যাংকের বিজ্ঞাপন কি ডাকাতির কারণ?
আরেকজন লেখেন, “যদি অঞ্জনকে জিজ্ঞেস করা হয়, সিরিয়ার গৃহযুদ্ধের জন্য কে দায়ী? তিনি বলবেন সানি লিওনির নাম।”
হিন্দি সিনেমায় অভিনয় শুরু করার পর থেকে নিয়মিত বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে সানিকে। চলতি বছর তার বিরুদ্ধে অশ্লীলতা প্রচারের অভিযোগ এনে মামলা করেন এক গৃহবধূ ও একটি ডানপন্থী সংগঠন। সানিকে ভারতছাড়া করার দাবীও উঠেছে।