পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

চলতি বছরে মাথাপিছু ঋণ বেড়েছে ৪৬০ টাকা

ঢাকা: বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ঋণের পরিমাণ ১৩ হাজার ১৬০ টাকা।চলতি অর্থবছরের ৩০ জুন তারিখে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা। জনগণের মাথাপিছু এ ঋণের পরিমাণ ১৬৯ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১৩ হাজার ১৬০ টাকা।

দশম সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সংসদকে এ সব তথ্য জানান।

চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টরে) স্থিতির পরিমাণ ছিল, ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার। তা বাংলাদেশি টাকায় ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা।

আর জনগণের মাথাপিছু ঋণের পরিমান ১৬৯ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১৬০ টাকা।

গত বছরের জুনে অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১২ হাজার ৭০০ টাকা।

২০১২-২০১৩ অর্থবছরের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টর) স্থিতির পরিমাণ ২৪ হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার ছিল। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা।

গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২৭৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ১৪৭ দশমিক ৬০ কোটি টাকা পরিশোধ করেছে; যা রপ্তানি আয়ের শতকরা ৮ দশমিক ৬ ভাগ এবং জিডিপির শতকরা ২ দশমিক ৯ ভাগ।

বৃহস্পতিবার অর্থমন্ত্রীর দেওয়া তথ্যনুযায়ী ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে ১১টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছ থেকে।

এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিশ্ব ব্যাংক থেকে নেওয়া হয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২ হাজার ৩৪৩ কোটি ৫০ লাখ টাকা।

এরপরই রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), তাদের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৬১ হাজার ৮৫০ কোটি ৫৬ লাখ টাকা। জাপান থেকে নেওয়া হয়েছে ১৯ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ কোটি টাকা। চীন থেকে ৭ হাজার ৩৫৬ কোটি ৭ লাখ টাকা।

এছাড়া বাংলাদেশকে ঋণ দিয়েছে আইডিবি ৩ হাজার ৩৫৮ কোটি ২১ লাখ টাকা, ডেনমার্ক ৮৬৯ কোটি ২১ লাখ টাকা, ভারত ১ হাজার ৬৫৭ কোটি ৪৫ লাখ টাকা, কুয়েত ১ হাজার ৭৫ কোটি ৪৬ লাখ টাকা, দক্ষিণ কোরিয়া ২ হাজার ৭৯১ কোটি ৭৮ লাখ টাকা, ইফাদ ২ হাজার ৯৩৫ কোটি ৩৯ লাখ টাকা। অন্যান্য সংস্থা ও দেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৩ হাজার ৬৫০ কোটি ২১ লাখ টাকা।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ বাবদ এক হাজার ৪১৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

২০১৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জনকারী ব্যাংক ইসলামী ব্যাংক বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। বেসরকারি এই ব্যাংকের মুনাফার পরিমাণ এক হাজার ৬২১ কোটি ২১ লাখ টাকা।

পরিচালন মুনাফা অর্জনে পিছিয়ে থাকা ব্যাংকগুলো হলো- বেসিক ব্যাংক (১১০ কোটি ৭৯ লাখ টাকা), কৃষি ব্যাংক (১৮৫ কোটি ৬১ লাখ টাকা), আইসিবি ইসলামিক ব্যাংক (২১ কোটি ৫৬ লাখ টাকা), ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (৯৯ কোটি ৬৬ লাখ টাকা)।

মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে মোবাইল ব্যাংকের মাধ্যমে ১ লাখ ২৮ হাজার ৭৭১ কোটি টাকা লেনদেন হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

চলতি বছরে মাথাপিছু ঋণ বেড়েছে ৪৬০ টাকা

আপডেট টাইম : ০৪:৩৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ঋণের পরিমাণ ১৩ হাজার ১৬০ টাকা।চলতি অর্থবছরের ৩০ জুন তারিখে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা। জনগণের মাথাপিছু এ ঋণের পরিমাণ ১৬৯ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১৩ হাজার ১৬০ টাকা।

দশম সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সংসদকে এ সব তথ্য জানান।

চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টরে) স্থিতির পরিমাণ ছিল, ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার। তা বাংলাদেশি টাকায় ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা।

আর জনগণের মাথাপিছু ঋণের পরিমান ১৬৯ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১৬০ টাকা।

গত বছরের জুনে অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১২ হাজার ৭০০ টাকা।

২০১২-২০১৩ অর্থবছরের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টর) স্থিতির পরিমাণ ২৪ হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার ছিল। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা।

গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২৭৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ১৪৭ দশমিক ৬০ কোটি টাকা পরিশোধ করেছে; যা রপ্তানি আয়ের শতকরা ৮ দশমিক ৬ ভাগ এবং জিডিপির শতকরা ২ দশমিক ৯ ভাগ।

বৃহস্পতিবার অর্থমন্ত্রীর দেওয়া তথ্যনুযায়ী ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে ১১টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছ থেকে।

এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিশ্ব ব্যাংক থেকে নেওয়া হয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২ হাজার ৩৪৩ কোটি ৫০ লাখ টাকা।

এরপরই রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), তাদের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৬১ হাজার ৮৫০ কোটি ৫৬ লাখ টাকা। জাপান থেকে নেওয়া হয়েছে ১৯ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ কোটি টাকা। চীন থেকে ৭ হাজার ৩৫৬ কোটি ৭ লাখ টাকা।

এছাড়া বাংলাদেশকে ঋণ দিয়েছে আইডিবি ৩ হাজার ৩৫৮ কোটি ২১ লাখ টাকা, ডেনমার্ক ৮৬৯ কোটি ২১ লাখ টাকা, ভারত ১ হাজার ৬৫৭ কোটি ৪৫ লাখ টাকা, কুয়েত ১ হাজার ৭৫ কোটি ৪৬ লাখ টাকা, দক্ষিণ কোরিয়া ২ হাজার ৭৯১ কোটি ৭৮ লাখ টাকা, ইফাদ ২ হাজার ৯৩৫ কোটি ৩৯ লাখ টাকা। অন্যান্য সংস্থা ও দেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৩ হাজার ৬৫০ কোটি ২১ লাখ টাকা।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ বাবদ এক হাজার ৪১৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

২০১৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জনকারী ব্যাংক ইসলামী ব্যাংক বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। বেসরকারি এই ব্যাংকের মুনাফার পরিমাণ এক হাজার ৬২১ কোটি ২১ লাখ টাকা।

পরিচালন মুনাফা অর্জনে পিছিয়ে থাকা ব্যাংকগুলো হলো- বেসিক ব্যাংক (১১০ কোটি ৭৯ লাখ টাকা), কৃষি ব্যাংক (১৮৫ কোটি ৬১ লাখ টাকা), আইসিবি ইসলামিক ব্যাংক (২১ কোটি ৫৬ লাখ টাকা), ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (৯৯ কোটি ৬৬ লাখ টাকা)।

মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে মোবাইল ব্যাংকের মাধ্যমে ১ লাখ ২৮ হাজার ৭৭১ কোটি টাকা লেনদেন হয়েছে।