হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে দিনে দুপুরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্চিত ও শ্লীলতাহানী করেছে এক ছাত্র। নির্যাতিতা ছাত্রীর পিতার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ব্যবসা বাণিজ্য করে আসছেন মেয়েটির বাবা।
বখাটে ছাত্রের নাম রুহুল আমিন। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় তার মামা মোবারক হোসেনের বাসায় থেকে সে লেখা পড়া করে।
গত ২৬ আগষ্ট দুপুরে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রী বাসায় ফেরার পথে রুহুল আমিন তার গথি রোধ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর চুলে ধরে উপর্যপুরি চর থাপ্পর মারতে থাকে রুহুল আমিন। এ দৃশ্যটি তারই কয়েকজন বন্ধু মোবাইলে ভিডিও করে।
জানা যায় দীর্ঘদিন যাবত মেয়েটিকে উত্যক্ত করে আসছিল রুহুল আমিন। প্রেমের ডাকে সাড়া না দেয়ায় মেয়েটির উপর এ অমানবিক নির্যাতন করা হয়। ২৬ আগষ্ট ঘটনা ঘটলেও মান সম্মানের ভয়ে মেয়েটির পরিবার এতোদিন নীরবই ছিল। গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনার ঝড় উঠে শহরে। কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ৩ হাজার ৬শ ৩৩জন ফেইসবুক ব্যবহারকারী শেয়ার করেন। আর এর ভিউয়ার ছিল ৪৮ হাজার ৭শ ৪৪ জন। দ্রুতই এর শেয়ার এবং ভিউয়ার বাড়ছে।
এব্যাপারে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামসুর রহমান জানান- নির্যাতিতা মেয়েটি আমাদের কাছে কিছু বলেনি। আমরা মেয়েটির সহপাঠীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। পরবর্তীতে কী করা যায় তা নিয়ে আমরা শিক্ষকরা বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান- সম্ভাব্য সব জায়গায় আমাদের অভিযান চলছে। যে কোনো উপায়ে আমরা বখাটে যুবক রুহুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হব।
মেয়ে লাঞ্চিত হওয়ার ঘটনা জানাজানি হলে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান