ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরান পরমাণু ইস্যু নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। কিন্তু সমঝোতার পরও যদি নিষেধাজ্ঞা বহাল থাকে তাহলে ইরান তা মানবে না।
বৃহস্পতিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের বৈঠকে সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এই নিশ্চয়তার জন্য তেহরান পরমাণু আলোচনায় অংশ নিয়েছে।
সম্প্রতি বহু মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলেছেন। তাদের এসব বক্তব্যের সমালোচনা করে সর্বোচ্চ নেতা বলেন, পরমাণু আলোচনায় এমন কোনো কথা নেই যে, তেহরানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হবে।