ঢাকা: অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর অন্যতম বৃহৎ ফার্মেসি লাজ ফার্মাকে ৪ লাখ টাকা এবং তাজরিন ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলাবাগানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অভিযানে অনুমোদনহীন ওষুধ মেলায় তাদের জরিমানা করা হয়।
র্যাব-১’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ গণমাধ্যম কর্মীদের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অর্থিক জরিমানা করা হয়েছে। বিক্রির নিষিদ্ধ ওষুধ তারা বিক্রি করে আসছিল। যার কোনো অনুমোদন নেই।
তিনি আরও বলেন, অনুমোদনহীন ওষুধগুলো জব্দ করা হয়েছে। যার মূল্য প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ফিল্ড অফিসার মো. খালিদ, ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার গোলাম কিবরিয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান