সিলেট: জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বগিটি উদ্ধারের পর বৃহস্পতিবার রাত ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে বিকেল ৫টায় সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে পারাইরচক এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে মৌলভীবাজারের কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এনে বগিটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে কুলাউড়ায় আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ও সিলেটের মোগলাবাজার স্টেশনে আটকে থাকা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়ীকা এক্সপ্রেস ট্রেন দু’টি রাত ৩টার দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।