ঢাকা : ইয়াবা ও মাদকদ চোরাচালানের সঙ্গে সাংসদ বদির জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, সংসদ সদস্য বদির বিরুদ্ধে নানা সময়ে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি নানা সময়ে সরকারি কর্মকর্তাদের মারধর ও ধমক দিয়েছেন। এতে মাদক ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছেন কি না, আর কর্মকর্তারা নিরুৎসাহিত হচ্ছেন কি না? এর জবাবে মন্ত্রী বলেন, ‘অনেকের নামই আছে। আমরা কিন্তু তাঁর (বদির) সংশ্লিষ্টতার প্রমাণ পাইনি। অনেকে ইমোশনালি নাম দেয় যে এটা হতে পারে। হতে পারে বা হতে পারে না এটা দিয়ে তো বিচার হয় না। আমাদের প্রমাণ ঠিকমতো পেতে হবে।’
অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান